আলিফ লায়লার সেই 'সিন্দাবাদ' আর নেই


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:১৯ পূর্বাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৩


আলিফ লায়লার সেই 'সিন্দাবাদ' আর নেই
শাহনেওয়াজ প্রধান

না ফেরার দেশে পাড়ি জমালেন আলিফ লায়লায় ‘সিন্দাবাদ’ খ্যাত অভিনেতা শাহনেওয়াজ প্রধান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৬ বছর। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হার্ট অ্যাটাক করেন তিনি।


শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। জানা গেছে, যে ব্যক্তিরা অভিনেতাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তারা চিকিৎসকদের জানান, একটি অনুষ্ঠানে ছিলেন তারা। সেখানেই হার্ট অ্যাটাকের পর জ্ঞান হারান তিনি। মাস কয়েক আগেই বাইপাস সার্জারি হয়েছিল শাহনেওয়াজের।


যে ব্যক্তিরা অভিনেতাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তারা চিকিৎসকদের জানান, একটি অনুষ্ঠানে ছিলেন তারা। সেখানেই হার্ট অ্যাটাকের পর জ্ঞান হারান তিনি। মাস কয়েক আগেই বাইপাস সার্জারি হয়েছিল শাহনেওয়াজের।


প্রসঙ্গত, ‘সিন্দবাদ দ্য সেইলর’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন শাহনেওয়াজ। এছাড়া কণ্ঠ অভিনেতা হিসেবেও সমানভাবে জনপ্রিয় ছিলেন এই অভিনেতা। এক সময় বলিউড, টিভি ও ওটিটি প্ল্যাটফর্মে দাপটের সঙ্গে কাজ করেছেন।


জেবি/এসবি