আজ আমরা কৃষিতে স্বাবলম্বী: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৭ পূর্বাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৩
কৃষি বিজ্ঞানীরা নতুন নতুন জাতের ফসল উদ্ভাবন করায় দেশ আজ কৃষিতে স্বাবলম্বী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়টির অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা- ২০২৩ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষি বিজ্ঞানীরা নতুন নতুন জাতের ফসল উদ্ভাবন করার ফলে আজ আমরা কৃষিতে স্বাবলম্বী হয়েছি। এখন আমি যেখানেই তাকাই মাইলের পর মাইল দেখি শুধু সবুজ আর সবুজ। কখনো ধান বা অন্য ফসল। বাংলাদেশে যথেষ্ট উর্বর জমি রয়েছে, এজন্য বঙ্গবন্ধু কৃষির ওপর গুরুত্ব দিয়েছিলেন।
তিনি আরও বলেন, কৃষিবিদদের সর্বপ্রথম একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সবাইকে একই স্ট্যাটাসে অফিসার করেছিলেন। তিনি মনে করতেন, আমাদের কৃষি যদি চলমান থাকে, আমরা ফসল উৎপাদন করতে পারলেই কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। যখনই আমরা এই জায়গা থেকে হারিয়ে গিয়েছি তখনই আমরা বিপদে পড়েছি।
আসাদুজ্জামান খান বলেন, আমরা সবসময় তাকে স্মরণ করি। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কৃষির ওপর সবসময় গুরুত্ব দিচ্ছেন। কিছুদিন আগেও তিনি বলেছেন ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে আমাদের খাদ্য সংকট সমস্যা হতে পারে। এ জন্য এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে তার নির্দেশনা তিনি দিয়েছেন।
জেবি/এসবি