টম ক্রুজের মতোই ভয়ডরহীন শাহরুখ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:৪১ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৩
চার বছর পর পাঠান দিয়ে পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। পাঠানের অ্যাকশন দৃশ্যে দুর্দান্ত করা শাহরুখ খানকে নিয়ে এ মুখ খুলেছেন অ্যাকশ দৃশ্যের পরিচালক ও নিল।
তিনি শাহরুখ খান ও হলিউড অভিনেতা টম ক্রুজের মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন। নিল জানান , তার দুজনেই খুব পেশাদার এবং খুব ট্যালেন্ট। টম ক্রুজও অ্যাকশন দৃশ্যে বেশ ভয়ডরহীন। শাহরুখ তেমনই।
তিনি আরও বলেন, অ্যাকশন দৃশ্য জমাতে শাহরুখ তার শরীরেও বেশ পরিবর্তন এনছেন। টমের মতো তিনিও দর্শকদের আনন্দ দিতে চান। আমরা সবাই তার সাথে কাজ করে বেশ আনন্দ পেয়েছি।
এই অ্যাকশন ডিরেক্টরের মতে শাহরুখ খান যেকোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারেন। সাথে তিনি শাহরুখকে সত্যিকারের ভদ্র মানুষ বলেও আখ্যা দিয়েছেন।
জেবি/এসবি