কালশী ফ্লাইওভার উদ্বোধন

প্রধানমন্ত্রীকে গান শুনিয়েছেন মেয়র আতিক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৪৯ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৩


প্রধানমন্ত্রীকে গান শুনিয়েছেন মেয়র আতিক
প্রধানমন্ত্রীকে গান শুনিয়েছেন মেয়র আতিক

কালশী ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বক্তব্য দিতে এসে প্রধানমন্ত্রীকে গান শুনিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।


রবিবার (১৯ ফেব্রুয়ারি) কালশী ফ্লাইওভার উদ্বোধনী অনুষ্ঠানটি কালশী বালুর মাঠে অনুষ্ঠিত হচ্ছে।


এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গানে গানে আতিকুল ইসলাম বলেন, ষোল কোটি মানুষের মরমিয়া, শেখ হাসিনা তুমি শেখ হাসিনা..., দেশটাকে ভালোবাসো জীবন দিয়া, শেখের বেটি তুমি শেখ হাসিনা।’ এ সময় প্রধানমন্ত্রীকে হাততালি দিতে দেখা যায়।