বিএসএমএমইউয়ের চিকিৎসা সংক্রান্ত বিল দেওয়া যাবে নগদ অ্যাপে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:০৩ পিএম, ১৯শে ফেব্রুয়ারি ২০২৩


বিএসএমএমইউয়ের চিকিৎসা সংক্রান্ত বিল দেওয়া যাবে নগদ অ্যাপে
বিএসএমএমইউয়ের সঙ্গে নগদের চুক্তি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিল/চার্জ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। 


রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রোগীদের লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেয়ার ভোগান্তি হ্রাস করার লক্ষ্যে এবং ডিজিটালাইজেশনের অংশ হিসেবে এই চুক্তি স্বাক্ষর করা হয়।


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। নগদ এর পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক মোঃ সাফায়েত আলম।


এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান প্রমুখসহ ডিনবৃন্দ ও অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।


নগদ এর পক্ষে আরো উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার মো. মনিরুল ইসলাম, কর্মকর্তা নকিব চৌধুরী, সোয়াদ আজাদ, মারুফ বিল্লাহ প্রমুখ।


জেবি/এসবি