আগামীতে কোনো সিনেমায় কাজ না করলেও কষ্ট থাকবে না: তাসনিয়া ফারিণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৩
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি ‘আরও এক পৃথিবী’ নামের একটি সিনেমায় কাজ করে দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।
অতনু ঘোষের পরিচালনায় সিনেমাটি গত ৩ ফেব্রুয়ারি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। নিজের সিনেমার প্রচারণায় ফারিণ কলকাতায় পাড়ি জমান চলতি মাসের শুরুর দিকে। অবশেষে দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে নিজের অভিনয় উপভোগ করেন।
কেমন দেখেছেন নিজের সিনেমা? কেমন প্রত্যাশা ছিল আর কতটা প্রতিফলন হলো? জানতে চাইলে ফারিণ জানান, 'একটি সিনেমা বিভিন্ন দিক দিয়ে সফল হয়। এর ব্যবসায়িক সফলতারও একাধিক সাইড রয়েছে। আমার কাজ নিয়ে বলতে পারি, যারা এ সিনেমাটি দেখেছেন তাদের মধ্যে সবাই আমার কাজে খুশি। এ দিক থেকে বলা যায় প্রত্যাশার চেয়ে বেশিই পেয়েছি। আমি মনে করি, সিনেমায় আমার জন্য এটি ভালো অভিষেক। আগামীতে নতুন কোনো সিনেমায় কাজ না করলেও কোনো কষ্ট থাকবে না।'
বাংলাদেশি কোনো সিনেমার জন্য প্রস্তাব আছে কিনা জানতে চাইলে তিনি বলেন , 'প্রস্তাব আসে। তবে আমি চাই ভালো কাজ। সংখ্যা বাড়াতে আমি স্রোতের সঙ্গে তাল মিলাতে চাই না। ভালো গল্প ও চরিত্রে সিনেমায় কাজ করতে চাই। এটি ধীরে ধীরে হোক সমস্যা নেই। তবে চলতি বছর আরেকটি কাজের ঘোষণা আসতে পারে। মিটিংও হয়েছে। চূড়ান্ত হলে সবাইকে জানাব।'
জেবি/এসবি