তিন মাসে ঠান্ডাজনিত রোগে প্রাণ গেল ১০৯ জনের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:১৮ পূর্বাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৩
ঠান্ডাজনিত রোগে গত ১৫ নভেম্বর থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে সারাদেশে ১০৯ জনের মৃত্যু প্রাণহানি হয়েছে।এর মধ্যে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনসে (এআরআই) ১০৬ জন এবং ডায়রিয়ায় ৩জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ৮৪ হাজার ৬০৯ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১০৬ জন। এছাড়া, শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হন চার লাখ ৫ হাজার ৩৩১ জন। যার মধ্যে ৩ জনের মৃত্যু হয়।
এছাড়া, এআরআইতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৬৮৩ জন ভর্তি হয়েছেন । আর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক হাজার ৪৯৬ জন ভর্তি হয়েছেন ।
জেবি/এসবি