দর্শনায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন, প্রার্থীতা প্রত্যাহার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৯ পূর্বাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৩


দর্শনায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন, প্রার্থীতা প্রত্যাহার
সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভা উপনির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের(৫৫) দর্শনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রার্থীতা প্রত্যাহার করেছে।


দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের ইউছুফ আলীর ছেলে আব্দুল কাদের। তিনি  বাংলাদেশ জামায়াত ইসলামি সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী ছিলেন।


রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে দর্শানা পেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। 


আব্দুল কাদের জানান, দর্শনা পৌরসভা উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতের দলীয়  স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন মনোনয়ন পত্র সংগ্রহ করি। শুক্রবার রামনগরে আমার দলের নেতা কর্মী সমর্থক নিয়ে গণ সংযোগ করছিলাম। এ সময় আওয়ামী লীগ নেতা ফয়সাল ও ফলেয়ারসহ বেশ কিছু লোকজন তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং বিভিন্ন ভাবে আমার প্রাণনাশের হুমকি দেয়া হয়।  এছাড়া শনিবার দুপুরে দর্শনা পৌর জামায়াত আমির সাইকুল ইসলাম অপুসহ দুজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে দর্শনা পৌর উপ- নির্বাচনে নির্বাচনীয় পরিবেশ না থকায় আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।


এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার আব্দুল কাদেরের নির্বাচন পরিচালনার পরিষদের আহ্বায়ক আসকার আলী, পৌর  জামায়তের ভারপ্রাপ্ত আমির গোলজার হোসেন।