স্বামী-সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নে বাড়িতে স্বামী-সন্তানকে রেখে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক গৃহবধূ। তবে প্রেমিক গোলাম মোস্তফা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বালিয়াপাড়া জালসা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রেমিক জালসা বালিয়াপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে গোলাম মোস্তফা।
স্থানীয়রা জানান, একই গ্রামের বাক প্রতিবন্ধীর স্ত্রী দুই সন্তানের মায়ের সঙ্গে বিয়ের কথা বলে গোলাম মোস্তফা প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। কথামতো বিয়ে করতে কালক্ষেপণ করায় ওই গৃহবধূ বাড়িতে স্বামী ও দুই সন্তান রেখে মোস্তফার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এ সময় গোলাম পরিবারের লোকজন ওই গৃহবধূকে মারধর করেন।
স্থানীয়রা বলেন, গোলাম মোস্তফা খারাপ লোক। এর আগে একই গ্রামের এক মেয়েকে ধর্ষণ করেছিলেন। সেই মামলা এখনও কোর্টে চলমান আছে।
এ বিষয়ে বালিয়াপাড়া জালসা গ্রামের বাসিন্দা ও গাঙ্গুটিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোলাইমান হোসেন বলেন, রাশেদার স্বামী প্রতিবন্ধী হওয়ায় মোস্তফা তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। পরে আজকে রাশেদা বিয়ের দাবি নিয়ে মোস্তফার বাড়িতে গিয়ে উঠেছে।
এ বিষয়ে অভিযুক্ত মোস্তফার চাচাতো ভাই সোলাইমান হোসেন সোলাই বলেন, বিয়ের দাবিতে ওই গৃহবধূ মোস্তফার বাড়িতে অনশনে বসেছে। বিষয়টি নিয়ে চিন্তায় আছি। মোস্তফা তো পালিয়েই খালাস। যত সমস্যা আমাদের মাথায়।
ধামরাই থানার এসআই আরাফাত হোসেন বলেন, এ ঘটনায় আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/