গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫


গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত
সংগৃহীত ছবি।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে চার জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।


বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বিবিসিকে এ তথ্য জানান। তিনি জানান এখন পর্যন্ত ৪টি মৃতদেহ হাসপাতালে এসেছে। তাদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।


তবে তিনি আরও জানান, সংঘর্ষে আহত হয়ে চিকিৎসা নেওয়া রোগীর নির্দিষ্ট সংখ্যা এখনো জানা সম্ভব হয়নি। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং কয়েকজনকে ঢাকা বা খুলনায় রেফার করার কথাও শোনা যাচ্ছে।


সূত্র বিবিসি


এসডি/