মেয়েকে ধর্ষণের পর পুলিশের কাছে বাবার আত্মসমর্পণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৯ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৩


মেয়েকে ধর্ষণের পর পুলিশের কাছে বাবার আত্মসমর্পণ
মেয়েকে ধর্ষণের পর পুলিশের কাছে বাবার আত্মসমর্পণ

নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান খাঁন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, আব্দুর রহমান নিজেই ৯৯৯-এ ফোন করে ধর্ষণের কথা পুলিশকে জানান।


সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনাটি ঘটেছে।


মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, ভুক্তভোগী মেয়ের নানির অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। সেই মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।


তিনি বলেন,  ভুক্তভোগী মেয়ের বয়স ১৩ বছর। তার মা সৌদি আরব থাকেন। মেয়েটির বাবা এবং তার ছোট ভাইসহ মিরপুর থানার পাইকপাড়া এলাকায় থাকেন।


ওসি বলেন, গত ২৭ ও ২৮ জানুয়ারি রাতে মেয়েকে ধর্ষণ করেন আব্দুর রহমান। ঘটনা জানাজানি হলে আব্দুর রহমান নিজেই ৯৯৯-এ ফোন করে ফরিদপুর বোয়ালমারী থানায় আত্মসমর্পণ করেন। বোয়ালমারী থানা থেকে আজ তাকে মিরপুর থানায় পাঠানো হয়। 


আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।