শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরা হলো না আতিকের


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৬ পিএম, ২১শে ফেব্রুয়ারি ২০২৩


শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরা হলো না আতিকের
আতিকুল ইসলাম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২১ শে ফেব্রুয়ারি মধ্যরাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরা হলো না শিক্ষার্থী আতিকুল ইসলামের।


আতিকুল ইসলাম রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুশুরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।


সে কর্ডোভা হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী ও এশিয়ান টিভির সাংবাদিক রিপন মিয়ার ভাগনে।


মঙ্গলবার রাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে ইছাখালী গাজী সেতুর পশ্চিম প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় সে। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নিলে সে  মারা যায়। 


নিহতের মামা রিপন মিয়া জানান, আতিক ফুল দিতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।