বিএইচবিএফসির শহীদ দিবস পালন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:১১ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৩


বিএইচবিএফসির শহীদ দিবস পালন
বিএইচবিএফসির শহীদ দিবস পালন

যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। 


মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবসের সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের শ্রদ্ধার্থে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং বুকে শোকের প্রতীক কালোব্যাজ ধারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। 


এরপর বিএইচবিএফসি সদর দফতর প্রাঙ্গনে নিজস্ব শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন এবং দিবসটির তাৎপর্য শীষক এক আলোচনা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 


বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান বিএইচবিএফসি’র পক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। কর্পোরেশনের উর্ধ্বতন সকল নির্বাহী, ঢাকা সিটির জোনাল ও শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সদর দফতরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।