কেন্দ্রীয় শহীদ মিনারে অগ্রণী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:২২ এএম, ২২শে ফেব্রুয়ারি ২০২৩

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংক লিমিটেড বিভিন্ন কর্মসূচি পালন করেছে। অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও শ্যামল কৃষ্ণ সাহা, মহাব্যবস্থাপকবৃন্দসহ অন্যান্য নির্বাহী, অফিসার সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, সিবিএ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এর আগে অগ্রণী ব্যাংক ভবনের সামনে শহীদ জাফর চত্তরে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও বিকেলে ওয়েবিনারে ভার্চুয়াল আলোচনা সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, উপব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী, সার্কেল, অঞ্চল ও শাখা প্রধান কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এর আগে সোমবার (২০ ফেব্রুয়ারি) বাদ যোহর প্রধান কার্যালয়ের নামাজ ঘরে ভাষা শহীদদের স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।