টঙ্গীতে বন্ধ কারখানায় আগুন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৭ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৩


টঙ্গীতে বন্ধ কারখানায় আগুন
টঙ্গীতে বন্ধ কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি বন্ধ ওয়াশিং কারখানায় আগুন লেগেছে। মঙ্গলবারে দুপুর একটার দিকে শিলমুন জাম্বুরার টেক এলাকায় এ ঘটনা ঘটে।


পদ্মা ডেনিম টেকনোলজি লিমিটেড নামক ওয়াশিং কারখানায় আগুনের ঘটনায় টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।


স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ ওই কারখানাটি থেকে ধোয়ার কুণ্ডলী দেখতে পান তারা। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন। কারখানা জুড়ে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের খবর পাঠান। এ সময় আগুন নেভাতে এসে দুইজন আহত হন। আহতোরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, মঙ্গলবার দুপুরে ওই কারখানার আগুন লাগে। ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আপদকালীন কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে প্রায় ঘন্টা ব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 


তিনি আরো বলেন, কারখানাটি বন্ধ ছিলো।এ ঘটনায় ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ এখনো জানা যায় নি। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।


কারখানাটির ম্যানেজার সেলিম মিয়া বলেন,আজ একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কারখানারটিতে ছুটি ঘোষণা করা হয়। তাই আজ কারখানায় কোন শ্রমিক ছিলেন না। কয়েক লাখ টাকার মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে।