ভাষা শহীদ সালাম নগরে জনতার ঢল ও শ্রদ্ধা

সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়
বিজ্ঞাপন
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজেনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় মাতুভূঞা ইউনিয়নের ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ -উল হাসান, বিশেষ অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার জাকির হাসান, ফেনী সিভিল সার্জান মো. শিহাব উদ্দিন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, এতে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক, সালামের ছোট ভাই সুবেদার অবঃ আবদুল করিম, ও সাংবাদিকবৃন্দ।
বিজ্ঞাপন
আলোচনা অনুষ্ঠান শেষে বইপড়া পাঠক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।








