হজ যাত্রীদের জমা দিতে হবে না পাসপোর্ট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৪ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৩


হজ যাত্রীদের জমা দিতে হবে না পাসপোর্ট
ফাইল ছবি

বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদনের জন্য হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।


চলতি বছরে হজ যাত্রী,  হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য রবিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।


নির্দেশনায় বলা হয়েছে,  সৌদি সরকার হজযাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে এ বছর সব হজ যাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সে লক্ষ্যে হজ যাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনায় হজ অফিসে জমা না দিয়ে নিজের কাছে রাখার জন্য অনুরোধ করা হলো।


এতে আরও বলা হয়েছে,  ইতোমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের হজ অফিস থেকে  সেটি ফেরত নেওয়ার জন্যও অনুরোধ করা হলো। হজ যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে করণীয় বিভিন্ন সময়ে অবহিত করা হবে।


জেবি/এসবি