চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন ২৭ এপ্রিল: ইসি সচিব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০১ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩
চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আসনটির উপনির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।
বুধবার (২২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তারিখ ঠিক করা হয়।
সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, আগামী ২৭ এপ্রিল আসনটিতে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণ হবে, তবে এ আসনে অন্য উপনির্বাচনগুলোর মতো সিসিটিভি ক্যামেরা থাকবে না।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোয়নপত্র জমার শেষ সময় ২৭ মার্চ। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৬ এপ্রিল।
এ ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ক্যানসারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন আহমদের মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।