দেশে ফিরেছে তুরস্কে যাওয়া উদ্ধারকারী দল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩


দেশে ফিরেছে তুরস্কে যাওয়া উদ্ধারকারী দল
দেশে ফিরেছে তুরস্কে যাওয়া উদ্ধারকারী দল। ছবি: আইএসপিআর

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তুরস্কে পাঠানো বাংলাদেশের ৬১ সদস্যের উদ্ধারকারী দল ঢাকায় ফিরেছে বলে জানা গেছে। এতে সেনাবাহিনীর ২৪ জন ছাড়াও ফায়ার সার্ভিসের ১২ জন, বিমানবাহিনীর ক্রুর ১৪ জনসহ ১০ জন চিকিৎসক ছিলেন।


মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দিকে তারা তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে।


ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।


বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তুরস্কের আদিয়ামান ও হাতেয় শহরে উদ্ধার অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সংখ্যক মৃত ও জীবিত মানুষ উদ্ধার করতে সক্ষম হয়। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর মেডিকেল দল প্রায় ২৫০ জনকে চিকিৎসা সহায়তার পাশাপাশি ঔষধও প্রদান করেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তাঁবু, শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়।