ধর্মের টানে অভিনয় ছাড়লেন পাকিস্তানের অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩

ধর্মের টানে অভিনয়কে বিদায় জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। এখন থেকে আর কোনো সিনেমা-নাটকে অভিনয় করবেন না বলে জানান এই অভিনেত্রী।
বেশ কয়েকটি নাটকে অভিনয় করে ইতোমধ্যেই নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন আনুম ফায়াজ। এছাড়াও দর্শক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
এ প্রসঙ্গে সামাজিকমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে শোবিজ অঙ্গন পরিত্যাগের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।
পোস্টে আনুম ফায়াজ বলেছেন, এই বার্তাটি লেখা খুবই কঠিন আমার জন্য। দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি সমর্থন দিয়ে এসেছেন আপনারা। কিন্তু এখন থেকে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও লিখেছেন, ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাই অভিনয় জগতকে বিদায় জানাচ্ছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই সিদ্ধান্তকে সমর্থন ও সম্মান করবেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ফরিদা পারভীনের, যা বললেন ছেলে

তারা মনে করে আমি খারাপ মেয়ে, এটা ডিজার্ভ করি: বাঁধন

লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিব: তানজিন তিশা

নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে তাকে চরিত্রহীন বলা যায়: ঋতুপর্ণা
