ট্রাকস্ট্যান্ড নিয়ে ‘টম অ্যান্ড জেরি’ খেলা হচ্ছে: মেয়র আতিক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩
ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে টম অ্যান্ড জেরি খেলা হচ্ছে, অবৈধ স্ট্যান্ড নিয়ন্ত্রণে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। ট্রাকস্ট্যান্ডে কোনো চাঁদাবাজি হয় না বলেও দাবি করেন মেয়র আতিক।
বুধবার (২২ ফেব্রুয়ারি) আনিসুল হক সড়কে আসেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় পুরো সড়কটি ঘুরে দেখেন মেয়র।
তিনি জানান, অবৈধ এই ট্রাকস্ট্যান্ড কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। 'স্থানীয় কাউন্সিলর শফিউল্লাহ সফির ছত্রছায়াতেই এখানে চাঁদাবাজি হয়'- সাংবাদিকদের এমন প্রশ্নে মেয়র বললেন, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পহেলা মার্চ বাস মালিক সমিতি, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করবে ঢাকার দুই সিটি করপোরেশন। মহাখালী ও এর আশেপাশের সড়কে অবৈধভাবে বাস রাখা বন্ধের বিষয়ে নির্দেশনা আসবে বলেও জানান মেয়র।