কেশবপুরে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:১১ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩


কেশবপুরে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

যশোরের কেশবপুরের পাঁজিয়ায় ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে ওই বইমেলার উদ্বোধন করা হয়।


পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। 


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, পৌর মেয়র রফিকুল ইসলাম ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল। শুভেচ্ছা বক্তব্য দেন বইমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান জয়। 


অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জী, সহকারী অধ্যাপক লেখক তাপস মজুমদার ও ছড়াকার রিয়াজ লিটন। উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ ‘অক্ষরথ নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। ৫ দিনব্যাপী এ বইমেলা শেষ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি।