কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিন আজ
সাইফুল বারী
প্রকাশ: ০৪:৫০ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩

বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, প্রযোজক-পরিচালক-পরিবেশক এবং একুশে পদকপ্রাপ্ত গীতিকার কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিন আজ। গেলো বছরের ৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর পর এটিই তার প্রথম জন্মদিন।
আজকের এই বিশেষ দিবসে গাজী মাজহারুল আনোয়ারকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন তার ভক্ত-শুভাকাঙ্খী, সহকর্মী ও শিল্পজগতের মানুষেরা। তবে পারিবারিক মহলে দিনটি ঘিরে তেমন কোনো উদযাপন থাকছে না বলে জানান মেয়ে দিঠি আনোয়ার।
তিনি বলেন, 'আব্বু নেই, তার জন্মদিনে কোনও কেক কাটা বা উদযাপন হবে না। তবে অসহায় ও এতিমদের খাওয়ানোর ব্যবস্থা করেছি। তারা যেন আব্বুর জন্য দোয়া করে, সেজন্য এ আয়োজন।'
এদিকে আগামীকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ‘আইপিডিসি আমাদের গান’ অনুষ্ঠানের নতুন সিজনের প্রচার শুরু হচ্ছে। এবারের সিজনটি পুরোটা সাজানো হয়েছে গাজী মাজহারুল আনোয়ারের গান দিয়ে। দিঠি জানান, এটিই তার বাবার জন্মদিন উপলক্ষে সবচেয়ে বড় আয়োজন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ফরিদা পারভীনের, যা বললেন ছেলে

তারা মনে করে আমি খারাপ মেয়ে, এটা ডিজার্ভ করি: বাঁধন

লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিব: তানজিন তিশা

নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে তাকে চরিত্রহীন বলা যায়: ঋতুপর্ণা
