সোনারগাঁয়ে ফার্মেসী কর্মচারীর রহস্যজনক মৃত্যু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৩ এএম, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩


সোনারগাঁয়ে ফার্মেসী কর্মচারীর রহস্যজনক মৃত্যু
নিহত জহির ইসলাম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বেসরকারি হাসপাতালে জহির ইসলাম (৪০) নামের এক ফার্মেসির কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 


বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাবিবপুর এলাকায় সেবা হাসপাতালের চিকিৎসকের রুম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জহির ইসলাম পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে।


নিহতের স্বজনরা জানান, সেবা হাসপাতালের ফার্মেসিতে দীর্ঘদিন যাবত কর্মরত সে। সকালে হাসপাতাল থেকে পরিবারের কাছে ফোন করে জানায় জহির হৃদরোগের আক্রান্ত হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে এসে চিকিৎসকের রুমে মরদেহ পড়ে থাকতে দেখে এবং হাত ও পায়ে আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।


সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।