পুষ্পস্তবক অর্পণ করেছে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫২ এএম, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩


পুষ্পস্তবক অর্পণ করেছে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
পুষ্পস্তবক অর্পণ করেছে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ  করেছে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।


এ লক্ষে মহান একুশে ফেব্রুয়ারী ডাক্তার ও কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন  ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ, মেডিকেল অফিসার ডাক্তার শোয়েব মিয়া, ইনচার্জ মোঃ আঃ মান্নান,তুষার প্রমুখ। 


ডাঃ বিধান বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা মানুষের হাতের নাগালে দিয়েছে। বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করে দিয়েছে সরকার।আগামীতে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনা এগিয়ে চলছেন।


জেবি/এসবি