খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন: কৃষিমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩


খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন: কৃষিমন্ত্রী
সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। ছবি: পিআইডি

কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন, বেগম খালেদা জিয়ার রাজনীতি করতে কোনও বাধা নেই। কিন্তু সে ভোট করতে পারবে না।


বুধবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।


কৃষিমন্ত্রী বলেন, খালেদা জিয়া জেলে থেকেও দল পরিচালনা করতে পারবেন, বিভিন্ন নির্দেশনা দিতে পারবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এক্ষেত্রে বর্তমান নির্বাচনি আইনে যা আছে, তাই মানতে হবে। এখানে সরকার বা নির্বাচন কমিশনসহ কারও কিছু করার নেই।’


তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে; এর কোনও ব্যত্যয় হবে না। সংবিধানের বাইরে কারও কিছু করার নেই। নির্বাচন পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে, তারপর নির্বাচনে জনগণ ভোট না দিলে ক্ষমতা ছেড়ে চলে যাবে।’


জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, ‘কৃষিখাতে জাপান-বাংলাদেশের সহযোগিতা আরও বাড়াতে চাই। সেজন্য, সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চাচ্ছি, যাতে করে সহযোগিতার অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করে সম্পর্ককে আরও শক্তিশালী করা যায়।’