অগ্নিনিরাপত্তা লাইসেন্সবিহীন ভবনে অভিযান চালাবে ফায়ার সার্ভিস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:০৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩


অগ্নিনিরাপত্তা লাইসেন্সবিহীন ভবনে অভিযান চালাবে ফায়ার সার্ভিস
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, যেসব ভবনের অগ্নিনিরাপত্তা সনদ নেই সেসব ভবনের বিরুদ্ধে আগামী সপ্তাহ থেকে সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস কর্তৃক যৌথ অভিযান চালানো হবে।


বুধবার (২২ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে এসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।


তিনি বলেন, পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন এই এলাকায় কোনো কারখানার লাইসেন্স দিচ্ছে না। এরপর থেকে পুরান ঢাকায় যেসব ভবন নির্মাণ হয়েছে, তা এখনো অবৈধ অবস্থায় আছে। 


তিনি আরও বলেন, এসব ভবনে কী কী অগ্নিনিরাপত্তা–ব্যবস্থা নেওয়া হয়েছে, তা দেখতে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন সমন্বয়ে অভিযান চালানো হবে। যেসব ভবনে অগ্নিনিরাপত্তার বিধান মানা হয়নি অভিযানে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।