সিআইডির পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩


সিআইডির পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর
ফাইল ছবি

বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বিশেষ পুলিশ সুপার (এসপি) ড. মো. নাজমুল করিম খানকে। বর্তমানে তিনি সিআইডির ফরেনসিক বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গেছে।


বুধবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইননের বিধান অনুয়ায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 


উল্লেখ্য, নাজমুল করিম খান বিসিএস পুলিশ ক্যাডারে ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।