উরফি জাভেদের মালামাল নিয়ে পালাল উবার চালক!


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯:৩৩ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩


উরফি জাভেদের মালামাল নিয়ে পালাল উবার চালক!
উরফি জাভেদ

বলিউডের সমালোচিত মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। উদ্ভট এবং খোলামেলা পোশাক পরিধানের কারণে নিয়মিত ট্রলের শিকার হতে হয় তাকে। সম্প্রতি মাঝরাস্তায় হেনস্তার শিকার হতে হয়েছে।


জানা যায়, বিমানবন্দরে যেতে মাত্র ৬ ঘণ্টার জন্য উবারে মাধ্যমে একটি গাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি। মাঝরাস্তায় দুপুরের খাবার খেতে নামেন উরফি। পরে তার মালামাল নিয়ে উবার চালক পালিয়ে যান। 


এ নিয়ে ক্ষুদ্র ব্লগ সাইট টুইটারে একটি টুইট করেছেন এ অভিনেত্রী। তিনি লিখেছেন, উবারে গাড়ি বুক করে দিল্লিতে যেতে খুব বাজে অভিজ্ঞতা হলো। ৬ ঘণ্টার জন্য গাড়িটি বুক করেছিলাম। দুপুরের খাবার খেতে নামলে গাড়ির চালক আমার মালামাল নিয়ে পালিয়ে যান। 


তিনি আরও জানান,পরবর্তীতে আমার এক পুরুষ বন্ধুর সহযোগিতায় সেই চালক এক ঘণ্টা পর ফিরে আসেন।গাড়িটির চালক যখন ফিরে আসেন, তখন তিনি মাতাল ছিলেন। ওই ব্যক্তি হাঁটতেই পারছিল না। টলতে টলতে সে মিথ্যা বলতে থাকে।


জেবি/এসবি