স্বামীর ৩০ লাখ টাকা হাতিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রী উধাও


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩


স্বামীর ৩০ লাখ টাকা হাতিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রী উধাও
লাভনী আক্তার

টাঙ্গাইলের ঘাটাইলে স্বামীর ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে লাভনী আক্তার (২৭) নামে এক নারীর বিরুদ্ধে । এ ঘটনায় স্বামী বাদী হয়ে টাঙ্গাইল কোর্টে মামলা দায়ের করেছেন।


মামলার অন্যান্য আসামিরা হলেন, লাভনীর মা মমতাজ বেগম (৫৫) ও প্রেমিক শরিফুল (৪০)।


জানা যায়, জালাল উদ্দিনের বাসা ঢাকার সেগুনবাগিচায়। তিনি ঘাটাইল পৌর এলাকায় শান্তিমহলে বাসা ভাড়া করে থাকতেন। সেখানেই মমতাজ বেগমের মেয়ে লাভনী আক্তারকে আড়াই লাখ টাকা নগদ দেনমোহর দিয়ে গত ৭ নভেম্বর বিয়ে করেন। বিয়ের পরপরই স্বামী জালাল উদ্দিনের কাছে জমি ক্রয় করার কথা বলে ৩০ লাখ টাকা দাবি করেন লাভনী।


জানা যায়, তার কথামতো স্বামী জালাল উদ্দিন ১৫ নভেম্বর ঢাকার তোপখানা রোড শাখার ইসলামী ব্যাংক থেকে চেকের মাধ্যমে ২০ লাখ টাকা টাকা উত্তোলন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ঘাটাইল শাখায় পাঠানো হয়। পরে আরো নগদ ১০ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রেমিক শরিফুলকে নিয়ে পালিয়ে যান লাভনী।


এ বিষয়ে লাভনীর বর্তমান ভাড়া বাসা শান্তিনগর এলাকায় গেলে নাম প্রকাশ অনিচ্ছুক ৭৫ বছরের এক বৃদ্ধ জানান, লাভনীর মা মমতাজ বেগমও কিছুদিন আগে রংপুরে এক ধন্যাঢ্য বৃদ্ধকে বিয়ে করে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে আসেন।


ঘাটাইল পৌর সভার ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুবি হোসাইন বলেন, টাকা নেওয়ার অভিযোগ পুরোটাই সত্য। মা মেয়ের যোগ-সাজসে ধনাঢ্য ব্যক্তিদের বিয়ের ফাঁদে ফেলে টাকা আদায় করাই তাদের পেশা।


ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম (পিপিএম) জানান, বিয়ের ফাঁদে ফেলে টাকা আদায়ের ঘটনা সত্য।