দূরত্ব তৈরি হয়েছিল, এখন সম্পর্ক স্বাভাবিক: পূজা চেরি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:৪২ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৩
জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ফারাক তৈরি হয়েছিল বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির। এই কারণে জাজের ঘরে বেশি দিন কাজ করা হয়ে উঠেনি তার।
নিজের ভুল বুঝতে পেরে সম্প্রতি জাজের কাছে ক্ষমা চেয়েছেন এই অভিনেত্রী। ফেসবুকে এক পোস্টের মাধ্যে তাকে ক্ষমা করার বিষয়টি জানিয়েছে জাজ। এখন তাদের সম্পর্ক স্বাভাবিক।
জাজের কর্ণধার আবদুল আজিজের সম্পর্ক এখন স্বাভাবিক হয়েছে জানালে পূজা নিজেই। তিনি বলেন, 'যেকোনো কারণেই হোক, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। আমি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি।'
পূজা আরও বলেন, 'আমি ছোট মানুষ। ভুল হতেই পারি। সেটা তারা বুঝে আমাকে ক্ষমাও করেছেন। এখন সম্পর্ক স্বাভাবিক।' এই তারা বলতে আবদুল আজিজ ও তার স্ত্রীর কথা বলেছেন পূজা।'
জেবি/এসবি