ত্রয়োদশ বিসিএস ফোরামের পুনর্মিলনী ১৮ মার্চ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৩:৪৩ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৩


ত্রয়োদশ বিসিএস ফোরামের পুনর্মিলনী ১৮ মার্চ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী ১৮ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ফোরামের স্মরণিকা ‘সম্প্রীতি’ প্রকাশ এবং


কৃতীসন্তানদের সংবর্ধনা দেওয়া হবে। ব্যাচের যেসব বন্ধু সচিব ও গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন তাদেরও দেওয়া হবে।


ত্রয়োদশ বিসিএস ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও নির্বাহী সদস্য স. ম. গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন এবং স্মরণিকার তথ্য ও রঙিন ছবি হালনাগাদ করতে নিজ ক্যাডারের দায়িত্বপ্রাপ্ত বন্ধুদের সঙ্গে ১০ মার্চের মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া হালনাগাদ তথ্য _¨ 1963kibria@gmail.com অথবা modinapublishers@gmail.com-এই ইমেইল ঠিকানায়ও পাঠানো যাবে।


অনুষ্ঠানে ২০১৯ সাল ও পরবর্তীকালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫, এ লেভেল পরীক্ষায় কমপক্ষে ছয়টি এবং ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে স্টারপ্রাপ্ত সন্তানদের সংবর্ধনা দেওয়া হবে। কৃতীসন্তানদের তথ্য নিজ ক্যাডার প্রতিনিধি অথবা ruzinasaif@gmail.com এই ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। বিজ্ঞপ্তি