হিন্দি সিনেমা দেশের হলে চালানো নিয়ে মুখ খুললেন মিশা সওদাগর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:১১ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৩
ঢালিউডের শক্তিমান ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিশা সওদাগর। সম্প্রতি বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা চালানো নিয়ে এবার মুখ খুললেন তিনি। মিশা জানান, 'যেহেতু এখনও প্রধানমন্ত্রী বলেননি, তার মানে সেই জিনিসটা এখনও কোনোভাবেই পাস হয়নি।'
বুধবার (২২ ফেব্রুয়ারি) দেশের শীর্ষ এক দৈনিককে পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
মিশা সওদাগর জানান, 'দেখুন আঠারো কোটি মানুষের সংস্কৃতির সবচাইতে বেশি পছন্দের জায়গা হচ্ছে ক্রিকেট। আজ পর্যন্ত আমরা এশিয়া কাপে কিছু করতে পারিনি, বিশ্বকাপে কিছু করতে পারি না বা বিশেষ কোনো টুর্নামেন্টে কিছু করতে পারি না। আমি রিকোয়েস্ট করবো, যদি অনেকগুলো লোকের রিকোয়েস্টের জন্য এই দেশে নিয়ম ভেঙে নতুন কিছু করা যায় তাহলে বিরাট কোহলি, রোহিত শর্মা বা সূর্যকুমার যাদব ও আরেকজন ভালো বোলারকে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আমদানি করে নিয়ে আসা হোক।'
মিশা আরও জানান, 'আমাদের বাঙালি তো বরাবরই বাঙালি, তারা দেশের ঠাকুরের চাইতে বিদেশি কুকুরকে ভালোবাসে। কিন্তু আমি ওটা ওন করি না, করবোও না।'
তিনি বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ভাষা দিয়ে গেছেন, একটা সংস্কৃতি দিয়ে গেছেন। উনি একটা নিয়ম কানুন করে গেছেন। কাজেই এই ফেব্রুয়ারি মাসে তাকে সম্মান জানিয়ে বলবো হিন্দি ছবির মুক্তি দেওয়ার আগে আরও ভাবা উচিৎ।'