ধামরাইয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৪ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৩


ধামরাইয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
ধামরাইয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঢাকার ধামরাইয়ে মাটি কাটায় বাঁধা দেওয়ায় ইউনিয়ন কৃষক লীগের সভাপতিকে হত্যা চেষ্টার মামলায় ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি ভূমিদস্যু সরকার হুমায়ূন কবিরকে গ্রেফতার করছে পুলিশ।


বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের অমরপুর এলাকার মাটির লিক থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামি সরকার মো. হুমায়ূন কবির উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বালিয়াপাড়া জালসা এলাকার মৃত কালামের ছেলে।


ধামরাই থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ফজলুর রহমানকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা হয়। এ মামলায় প্রধান আসামিসহ অন্যান্যদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। পরে গত রাতে অভিযান চালিয়ে গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকার মাটির লিক থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।


উল্লেখ্য, শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বালিয়াপাড়া জালসা এলাকায় গাঙ্গুটিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ভূমি দস্যু ও একাধিক মামলার আসামি মো. সোলাইমান হোসেন সরকার ও তার বড় ভাই হুমায়ূন কবিরসহ ৮-১০ জন এ সন্ত্রাসী হামলা চালায়। পরে ওই কৃষক লীগের সভপতি মো. ফজলুর রহমানকে মুমূর্ষুবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে এবিষয়ে ভুক্তভোগী মো. ফজলুর রহমানের ছোট ভাই মো. হামিদুর রহমান হামিদ বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।