কার সন্তানকে সামলাতে ব্যস্ত সারা আলি খান?


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৩


কার সন্তানকে সামলাতে ব্যস্ত সারা আলি খান?
সারা আলি খান

সকাল থেকেই ব্যস্ত সারা আলি খান। প্রথমে জিম, তার পরেই শুটিং, সঙ্গে সামলাতে দেখা গেল একটি বাচ্চাকে ।  


শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) নায়িকা ইনস্টাগ্রামের স্টোরি দেখে অনেকেই অবাক হয়েছেন। কোলে বাচ্চা নিয়েই মেকআপ করতে বসেছেন সারা। সারার কোলের এই খুদে বাচ্চাটা কার? যাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছেন এই নায়িকা? 


এটি ছিল মেকআপ ম্যান বর্দান নায়কের বাচ্চা। যার হাতে সাজতে ভালবাসেন সারা আলি খান। শুক্রবার সেটে নিজের বাচ্চাকে নিয়ে এসেছিলেন তিনি। আর খুদেদের সঙ্গে সময় কাটাতে সব সময়ই ভালবাসেন নায়িকা। এক দিকে বাবা ব্যস্ত নায়িকাকে সাজাতে, সেই ফাকে তাকে সামলালেন এই অভিনেত্রী।


প্রসঙ্গত, কিছু দিন বেশ লম্বা একটা ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন সারা। শিবরাত্রির দিন শিবের পুজো করার জন্য তাকে কটাক্ষের মুখে পড়তে হয়। শিবরাত্রির দিন নিজের সমাজমাধ্যমের পাতায় একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। এমনিতেই, বর্তমান প্রজন্মের নায়িকাদের তুলনায় বরাবরই ছকভাঙা সাইফ-কন্যা। 


শিবরাত্রির ছবি দিয়ে নেটাগরিকদের একাংশের কটাক্ষের মুখে পড়লেন এই অভিনেত্রী। কেউ বললেন, ‘‘নাম মুসলিম, এ দিকে কাণ্ড দেখুন!’’ কারও মতে, ‘‘মুসলিম নাম নিয়ে শিবের পুজো, সারা মুসলিম হওয়ার অযোগ্য, লজ্জা হওয়া উচিত।’’


জন্মসূত্রে মুসলিম সারা। তবে তার মা অমৃতা হিন্দু। সব ধর্মের প্রতি সম্মান রয়েছে তার। শিবভক্ত বলে বেশ নামডাক রয়েছে সারার। প্রথম ছবি ‘কেদারনাথ’। এ ছাড়াও বিভিন্ন সময় তিনি ঘুরে বেড়ান তীর্থক্ষেত্রে। কখনও কামাখ্যা, কখনও আবার মহাকালেশ্বর মন্দিরে, কখনও কাশী বিশ্বনাথ ধামে শিবের পুজো করেন সারা। 


আরএক্স/