ধানমন্ডি লেক থেকে মরদেহ উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৩


ধানমন্ডি লেক থেকে মরদেহ উদ্ধার
ধানমন্ডি লেক থেকে মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে শাহিন আলম নামের এক গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (২৫ ফেব্রুয়ারি) খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।


ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।


তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি সে বিভিন্ন অনলাইনে জুয়া খেলত এবং নেশা করত। সে একজন গাড়িচালক ছিল।