Logo

১৪ ঘন্টা পর পাওয়া গেল রোহিঙ্গা ইমামের মরদেহ

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১৬:০৫
9Shares
১৪ ঘন্টা পর পাওয়া গেল রোহিঙ্গা ইমামের মরদেহ
ছবি: সংগৃহীত

কক্সবাজারে উখিয়ায় আশ্রয় শিবিরে 'অপহরণের ১৪ ঘন্টা পর' এক রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। যিনি রোহিঙ্গা আশ্রয় শিবিরের স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

বিজ্ঞাপন

কক্সবাজারে উখিয়ায় আশ্রয় শিবিরে 'অপহরণের ১৪ ঘন্টা পর' এক রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। যিনি রোহিঙ্গা আশ্রয় শিবিরের স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সীমানা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

নিহত সামসু আলম (৩৮) উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-ব্লকের বাসিন্দা মৃত মিয়া চান এর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, সামসু আলম রোহিঙ্গা আশ্রয় শিবিরের স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।

স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার রাত ৮ টার দিকে সামসু আলমকে নিজের ঘর থেকে অস্ত্রের মুখে মুখোশ পরিহিত একদল দূর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকাল ১০ টার দিকে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সীমানা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা এপিবিএন পুলিশকে খবর দেয়। 

বিজ্ঞাপন

পরে এপিবিএন এর সংশ্লিষ্টদের খবরে উখিয়া থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। 

বিজ্ঞাপন

ওসি বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ব্যক্তিগত প্রতিপক্ষ বা কোন দুষ্কৃতিকারি গোষ্টি সামসু আলমকে অপহরণ করে এ খুনের ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD