ভক্তদের সুখবর দিলেন নুসরাত ফারিয়া


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৩


ভক্তদের সুখবর দিলেন নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। মডেলিং, নাটক, সিনেমা, উপস্থাপনাসহ প্রায় সব অঙ্গনেই তার সরব উপস্থিতি। এবার ভক্তদের জন্য সুখবর দিলেন এই অভিনেত্রী। 


২০২১ সালের জন্য প্রদেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনা  করবেন এ নায়িকা। এ তথ্য জানিয়েছেন ফারিয়া নিজেই। আগামী ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে। 


এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, 'এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাচের পারফরমেন্সে অংশগ্রহণ করেছি। এবারের বিষয়টা ভিন্ন। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছি, তাই একটু ভয় তো কাজ করছেই।'


তিনি আরও বলেন, 'তবে এটাও সত্যি, উপস্থাপনা আমি সব সময়ই ভীষণ উপভোগ করি এবং আমার কাছে সব সময়ই উপস্থাপনা ভীষণ চালেঞ্জিং বলেই মনে হয়। যারা আমাকে এবারের অনুষ্ঠান উপস্থাপনার জন্য নির্বাচিত করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।'


জেবি/এসবি