ফের ট্রোলের শিকার শুভশ্রী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৩
কলকাতার তারকা নির্মাতা রাজ চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সম্প্রতি শিকার হয়েছেন এ অভিনেত্রী। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন তিনি। যেখানে ব্যাকগ্রাউন্ডে বাসনের দোকান।
এই ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘I Vibe different !’ এই একই জায়গা থেকে একটি রিলও শেয়ার করে নিয়েছেন তিনি। তবে অভিনেত্রীর এই ভিন্ন ধারার প্রচেষ্টাতেই একেবারে জল ঢেলে দিল নেটজনতার একাংশ। প্রশংসার চেয়ে নিন্দাই শুনতে হলো বেশি।
কমেন্টে একজন লিখেছেন, ‘দিদি দুটো গামলা আর একটা বালতি লাগবে। আসব নাকি দোকানে?’ অপর একজন লিখেছেন, ‘সত্যি বলতে এডিটিং জঘন্য। কেন তুমি বাসনের দোকানে চলে গেলে ছবি তুলতে সেটাও স্পষ্ট নয়। সব মিলিয়ে তোমার এই পোস্ট মনে দাগ কাটতে পারল না। মাথামুণ্ডুহীন একটা কাজ।’
এর আগে ভুলভাল ইংরেজি বলে কিংবা স্বামী নির্মাতা রাজ চক্রবর্তীকে চুমু খেয়ে সমালোচনার শিকার হয়েছিলেন এ অভিনেত্রী।
জেবি/এসবি