‘লাল পাহাড়ির দেশে যা’ খ্যাত সুভাষ আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:২৬ পূর্বাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩
‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানের লোকসংগীত শিল্পী সুভাষ চক্রবর্তী মারা গেছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) কলকাতায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
জানা গেছে, ভক্তদের শেষ শ্রদ্ধার জন্য শনিবার বিকেল থেকে রবীন্দ্রসদনে লোক গানের শিল্পীর মরদেহ রাখা হয়েছে ।
সম্প্রতি কলকাতাতেই স্থায়ীভাবে বসবাস করছিলেন সুভাষ চক্রবর্তী। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই সংগীতশিল্পী। অবশেষে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বাঁকুড়ার ভাদু, টুসু, ঝুমুরকে ভালোবেসে এই সংগীতের লোকগানকেই বেছে নিয়েছিলেন সুভাষ চক্রবর্তী। আর তাতেই পেয়েছিলেন আকাশছোঁয়া সাফল্য। বাঁকুড়ার বেলিয়াতোড় থেকে সুভাষ চক্রবর্তীর সুর ছড়িয়ে পড়েছিল বিশ্বের নানা প্রান্তের বাঙালিদের মাঝে।
জেবি/এসবি