রেস্টুরেন্টে ঢুকে পড়ল ট্রাক : নিহত ১

কক্সবাজারের চকরিয়ার হারবাং পেট্রোল পাম্প এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এতে মো. ওসমান গনি
বিজ্ঞাপন
কক্সবাজারের চকরিয়ার হারবাং পেট্রোল পাম্প এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এতে মো. ওসমান গনি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় মো. ইসমাইল (৩২) নামে রেস্টুরেন্টের এক বাবুর্চিও গুরুতর আহত হন।
নিহত কিশোর নিউ হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড বিরানি হাউসের কর্মচারী। নিহত কিশোর ও আহত বাবুর্চি হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী।
তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে রেস্টুরেন্ট থেকে হোটেল কর্মচারীর মরদেহ ও আহত বাবুর্চিকে উদ্ধার করা হয়। আহতকে সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। আমরা পৌঁছার আগেই চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বিজ্ঞাপন
আরএক্স/








