আমাকে শুধু একটা ছেলে খুঁজে দেন: পরিণীতি চোপড়া


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩


আমাকে শুধু একটা ছেলে খুঁজে দেন: পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া

বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়া। অভিনয় দিয়ে ইতোমধ্যে দর্শকমহলে নিজের ভালো অবস্থা তৈরি করেছেন তিনি।


তবে নানা সময়ে কাজের মাধ্যমে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। এবার ব্যক্তিগত জীবনে বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলা হয়েছে, বিয়ের জন্য মনের মতো পাত্র খুঁজে পাচ্ছে না তিনি।


এ প্রসঙ্গে তিনি জানা , ‘আমাকে শুধু একটা ছেলে খুঁজে দিতে হবে। তাহলেই হলো। যদি কেউ থাকে তবে দিন না। আমি দেখতেছি ব্যাপারটা।’


পরিণীতি আরও বলেন, ‘আমার বিয়ের ইচ্ছে রয়েছে। ইচ্ছে রয়েছে সন্তান ধারণেরও। আমি এমন একটা ক্যারিয়ার চাই যাতে উত্থান ও পতন দুই-ই থাকবে।’


সমসাময়িক তারকাদের বিয়ে করতে দেখেই কি তার মনেও বিয়ের ফুল? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওরা আমার বন্ধু। বহুদিন ধরে অনেকের প্রেম জীবনের সম্পর্কে ওয়াকিবহাল আমি। বিয়ে সব সময়েই পরবর্তী পদক্ষেপ। যেদিন মনের মানুষকে খুঁজে পেয়ে যাব, ভালোবাসব। বিয়ে করতে চাইব।’ তবে এই মুহূর্তে তিনি সিঙ্গল বলেই দাবি তার।


জেবি/এসবি