৭৮ বার করোনা পজিটিভ তিনি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
করোনা ‘পজিটিভ’ হয়েছেন ৭৮ বার। এই রোগের ফাঁদে পড়ে ২০২০ সাল থেকে টানা ১৪ মাস হাসপাতাল এবং বাড়িতে নিভৃতবাসে কাটিয়েছেন তুরস্কের ৫৬ বছর বয়সী প্রৌঢ় মুজফ্ফর কায়াসন। টানা এত দিন সংক্রমিত থাকতে আর কাউকে দেখা যায়নি বলেই বক্তব্য দেশ-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের।
লিউকেমিয়ায় আক্রান্ত মুজফ্ফর ২০২০ সালের নভেম্বর মাসে প্রথম করোনায় সংক্রমিত হন। দিন কয়েক হাসপাতালে কাটান। রোগের তীব্রতা কিছুটা কমলে বাড়ি ফেরেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার অপেক্ষায় ইস্তানবুলের বাড়িতে নিভৃতবাসে থাকেন। কিন্তু সে ছিল বিড়ম্বনার শুরু।
এর পর কেটেছে মাসের পর মাস। কয়েক দিন অন্তর অন্তর করেছেন করোনা পরীক্ষা। প্রতি বার এসেছে ‘পজিটিভ’।
সম্প্রতি আক্রান্তের সপ্তাহ দুই পর থেকে করোনা রোগীদের নিভৃতবাস থেকে মুক্তির কথা বলা হচ্ছে। কিন্তু মুজফ্ফর যখন আক্রান্ত হন, তখন সে নিয়ম ছিল না। ইতিমধ্যে দফায় দফায় ন’মাস কাটিয়েছেন হাসপাতালে। পাঁচ মাস কাটিয়েছেন বাড়িতে। পরীক্ষা করিয়েছেন মোট ৭৮ বার। প্রতিবারই হয়েছেন পজিটিভ।
এসএ/