Logo

শ্রীপুরে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১৭:৫২
12Shares
শ্রীপুরে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন
ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভনে একাধিকবার তাদের শারীরিক সম্পর্ক হয় এ ঘটনা জানার পর তার স্বামী তাকে তালাক দেয়

বিজ্ঞাপন

মাগুরার শ্রীপুরে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিক তোফাজ্জল হোসেনের বাড়িতে অনশন করছেন দুই সন্তানের জননী।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশনে বসেন তিনি। তোফাজ্জেল হোসেন ওই গ্রামের জোবান বিশ্বাসের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত।

বিজ্ঞাপন

অনশনরত ওই নারী জানান, তোফাজ্জলের সঙ্গে চার বছর ধরে তার প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভনে একাধিকবার তাদের শারীরিক সম্পর্ক হয়। এ ঘটনা জানার পর তার স্বামী তাকে তালাক দেয়। এখন কোনো উপায় না পেয়ে তিনি বিয়ের দাবিতে অনশন বসেছেন।

বিজ্ঞাপন

তার অভিযোগ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান ছেলের পক্ষ নিয়ে আমাকে এক লাখ টাকার বিনিময়ে চলে যেতে বলেছেন। তোফাজ্জল আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করবো।

স্থানীয় মেম্বার আবুল কাশেম জানান, আজ সকাল ১০টার মধ্যে ছেলের সঙ্গে ওই নারীর বিবাহ দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত বিয়ে হয়নি। চেয়ারম্যান বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

শ্রীপুর থানার ওসি মো. জাব্বারুল ইসলাম জানান, কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD