তোপের মুখে নুসরাত জাহান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৩৬ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩
টালিউডে অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। সম্প্রতি কালো ব্রালেট টপের সঙ্গে কালো জিনস ও ডিজাইনার কালো জ্যাকেট পরে নতুন ফটোশুট করে তোপের মুখে পড়েছেন তিনি।
সামাজিকমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, ঢেউ খেলানো চুল, ন্যুড লিপস্টিক, চোখে আইলাইনার, গাঢ় কাজলে হট লুকে অভিনেত্রী।
ক্যাপশনে লিখেছেন, দুই চাকা তোমার হৃদয়কে চালিয়ে নিয়ে যায়। শুধু বাইকপ্রেমীরাই বুঝতে পারবে। অর্থাৎ বাইকের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী।
সাংসদ-অভিনেত্রীর নতুন ফটোশুটে বোল্ড আউট নেটজনতারা। তবে উড়ে এসেছে নানা ট্রলও। এক নেটিজেনের মন্তব্য, এটি তো মিঠুন দার জ্যাকেট!
প্রসঙ্গত, সামনে স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে পর্দায় জুটি বাঁধবেন নুসরাত। দেবরাজ সিংহের নতুন ছবি ‘শিকারে’ দেখা যাবে তাকে। থ্রিলার ঘরানার ছবিটির শুটিং শুরু হবে মার্চ থেকে।