সাংবাদিক হত্যাচেষ্টা মামলা, ১৬ দিনেও গ্রেফতার হয়নি আসামিরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৫ পূর্বাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৩
ঢাকার ধামরাইয়ে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হত্যাচেষ্টা মামলার ১৬ দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে সঠিক বিচার না পাওয়ার আশঙ্কার জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আব্দুল জব্বার বলেন- যুগান্তরের সাংবাদিককে হত্যাচেষ্টা মামলার ৫-৬ জন আসামি জামিনে আছেন। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন- হত্যাচেষ্টার পর থেকে আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। ধারণা করা হচ্ছে মামলার প্রায় আসামিরা মাটি ব্যবসায়ী। তাই তাদের কাছ থেকে বিশেষ অর্থের সুবিধা পেয়ে পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।
এর আগে গত (১১ ফেব্রুয়ারি) উপজেলার গাংগুটিয়া ইউনিয়নে সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদ প্রকাশের জের ধরে কাওয়ালিপড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ আলামিন হাওলাদারের উপস্থিতিতে কাদের বাহিনী ওরফে মোল্লা বাহিনীর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে প্রাণ নাশের চেষ্টা চালায়।