শ্রীনগরে রিকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৮ পূর্বাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৩


শ্রীনগরে রিকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীনগরে রিকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শ্রীনগরে রিকের উদ্যোগে শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় শিক্ষার্থী অভিভাবক উন্নয়নের যুব সমাজ ও প্রবীণদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার রাঢ়িখালে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন খেলার মাঠে রাঢ়িখাল ইউনিয়ন রিকের কো-অর্ডিনেটর মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঢ়িখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী। 


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, রিক প্রধান কার্যালয়ের জিএম গাজী ওবায়দুর রহমান তুষার, রিক শ্রীনগর ব্রাঞ্চের ম্যানেজার হাবিবুর রহমান। 


অনুষ্ঠান সঞ্চালনা করেন রিক সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. শাহবাজ খান। 


ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।