২৫ বছর পর মিঠামইন যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৩
দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন যাচ্ছেন। তার আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে এই অঞ্চলে।
পুরো কিশোরগঞ্জ সেজেছে নতুন রূপে। তাকে স্বাগত জানাতে কিশোরগঞ্জবাসী প্রস্তুত।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মিঠামইন আসবেন প্রধানমন্ত্রী। সেখানে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন।
পরে মিঠামইন হেলিপ্যাড মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সমাবেশে যোগদানের আগে তিনি উপজেলার কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মস্থান পরিদর্শন করবেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার মিঠামইন সফর করেন। তখন আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। তখনকার হাওর আর এখনকার হাওরের মধ্যে অনেক পার্থক্য। সুদীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী মিঠামইন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।