প্রকাশ্যে ‘ফ্রাইডে’ -এর ট্রেলার


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ১লা মার্চ ২০২৩


প্রকাশ্যে ‘ফ্রাইডে’ -এর ট্রেলার
‘ফ্রাইডে’ ওয়েভ সিরিজের একটি দৃশ্য

বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর নতুন ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’ -এর ট্রেলার প্রকাশ হয়েছে। 


সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এটি অনলাইনে অবমুক্ত করা হয়। নির্মমতায় যা নির্মাতার ‘জানোয়ার’কেও ছাড়িয়ে গেছে! মাত্র আড়াই মিনিটের ট্রেলারেই যে নির্মাতা রাফী দেখিয়েছেন, তা দেখেই ‘ফ্রাইডে’কে ‘ভয়ংকর’ তকমা দিচ্ছেন নেটজনতারা।


ট্রেলার রিলিজের সাথে নির্মাতা সতর্ক করে করে জানিয়েছেন, ‘ফিল্মটি সবার জন্য নয়!’। তাহলে কারা দেখবেন ‘ফ্রাইডে’?


এ প্রসঙ্গে রাফী লিখেছেন, 'পর্দায় লোভ, কাম, হিংসা, নৃশংসতা, আতঙ্ক- সবকিছু একসঙ্গে দেখার প্রস্তুতি যদি আপনার থাকে, তাহলে ‘ফ্রাইডে’ দেখার জন্য আমন্ত্রণ আপনাকে।'


আগামীকাল ১ মার্চ ওটিটি প্লাটফর্ম বিনজে -তে ওয়েব ফিল্মটি দেখা যাবে জানা গেছে। ট্রেলার দেখে বোঝা গেছে, এই ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। তিনি আরও আগেই এই ফিল্মটি নিয়ে দর্শককে সতর্ক করেছেন।


জেবি/এসবি