নারায়ণগঞ্জে স্পিনিং মিলে আগুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১লা মার্চ ২০২৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্পিনিং মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ভুলতার গাউছিয়ায় এ আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়র সার্ভিসের জরুরি সেবা বিভাগের ডিউটি অফিসার খালেদা ইয়াসমীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ভুলতার গাউছিয়ায় নান্নু স্পিনিং মিলে আগুনের লেলিহান শিখা দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের ভয়াবহতা দেখে পরে সেখানে যোগ দেয় আরও একটি ইউনিট।